Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁওয়ে রেললাইন খুলে নাশকতা, ট্রেন লাইনচ্যুত

গফরগাঁওয়ে রেললাইন খুলে নাশকতা, ট্রেন লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের নাশকতায় রেললাইন খুলে নেয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গত কয়েক দিন ধরে রেল অবরোধ, বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করে আসছেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২১ ফুট অংশ খুলে ফেলে।

ঠিক সে সময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগি নিরাপদে আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেয়া হয়। এদিকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার (২৮ ডিসেম্বর) একই স্থানে রেললাইন খুলে নেয়ার ঘটনা ঘটেছিলো। সে সময় নাট-বল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। কিন্তু সোমবার রাতের অন্ধকারে আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলা হয়। এর ফলেই অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকাজ শেষ হলে প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি