৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কম্বল বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন
শীতার্ত মানুষের পাশে আদর্শ মেঘনা সামাজিক সংগঠন
মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চর্চার অঙ্গীকার নিয়ে আদর্শ মেঘনা সামাজিক সংগঠন উদযাপন করেছে তাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি অনুষ্ঠিত হয় সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানটি একটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজনে উপস্থিত থাকতে পেরে অতিথিরা নিজেদের সম্মানিত বোধ করেছেন বলে জানান।

অনুষ্ঠানের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের অন্যতম সংগঠক নাসরিন সুলতানা। তার নেতৃত্ব ও উদ্যোগেই এবারের আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। অতিথিরা সংগঠনের ধারাবাহিক সামাজিক কার্যক্রমে তার অবদান বিশেষভাবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মনজারুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধের প্রতিফলন। আদর্শ মেঘনা সামাজিক সংগঠন দীর্ঘ নয় বছর ধরে যে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও আইনজীবী জয়নুল আবেদিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা ফাতেমা খানমসহ আরও অনেক গুণীজন ও শুভানুধ্যায়ী। অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

কম্বল বিতরণ পর্বে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। এ সময় অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ছবি তুলে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। এসব মুহূর্ত আয়োজনকে আরও হৃদ্যতাপূর্ণ করে তোলে।

আয়োজকরা জানান, আদর্শ মেঘনা সামাজিক সংগঠন ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
এ সুন্দর ও অর্থবহ আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।
সবার দেশ/কেএম




























