সাবেক এমপি বাদল ও বুবলী কারাগারে
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম সোমবার (২৯ সেপ্টেম্বর) বাদলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইভাবে মেট্রোপলিটন মাজিস্ট্রেট মিনহাজুর রহমান বুবলীকে কারাগারে রাখার নির্দেশ দেন। ঢাকার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদলকে গ্রেফতার করা হয় নিকুঞ্জ এলাকা থেকে। মামলার তদন্তকারী কর্মকর্তা, নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান তার কারাগারে রাখার আবেদন করেন। বাদলকে হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়, যা জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী সজীব উদ্দিনের ওপর গুলি চালানোর ঘটনায় দায়ের করা হয়। ওই ঘটনায় মোট ১২ জন আহত হন।
অন্যদিকে, বুবলীকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তার কারাগারে পাঠানোর আবেদন করেন তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান। মামলার বিবরণী অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের কিছু নেতা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করেন। পুলিশ ২৫ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে অবিস্ফোরিত ককটেল ও ব্যানার জব্দ করে।
সবার দেশ/কেএম




























