সমালোচনার মুখে ট্রাইব্যুনালে হাজির
নিঃশর্ত ক্ষমা চাইলেন পান্না, লড়বেন না হাসিনার পক্ষে
গুম–নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামি হাসিনার পক্ষে আর লড়বেন না—এ ঘোষণা দেয়ার পর সৃষ্টি হওয়া বিরূপ পরিস্থিতির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ উপস্থিত হয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন।
এর আগে, শেখ হাসিনার মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আগ্রহ প্রকাশ করে যুক্ত হলেও পরবর্তীতে আদালতে অনুপস্থিত থাকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ট্রাইব্যুনাল। আদালত দ্রুত তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।
২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে প্যানেল আইনজীবী হিসেবে জেড আই পান্নাকে নিয়োগ দেয় রাষ্ট্রপক্ষ। তবে কয়েকদিন না যেতেই বিষয়টি ঘিরে নাটকীয়তা শুরু হয়।
গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় পান্না জানান, তিনি শেখ হাসিনার পক্ষ হয়ে ট্রাইব্যুনালে লড়বেন না। ভিডিও বার্তায় তিনি যুক্তি হিসেবে উল্লেখ করেন, যেহেতু শেখ হাসিনা আদালতের ওপর আস্থা রাখছেন না, তাই তিনি তার পক্ষে আইনী লড়াইয়ে থাকতে চান না। পান্না ভিডিওতে বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সে আদালতে আমি তার পক্ষে লড়াই করবো না। বিষয়টি এ ভিডিওর মাধ্যমে জানালাম।
তার এ আচরণ ও প্রকাশ্য ঘোষণার পরে ট্রাইব্যুনাল কঠোর অসন্তোষ প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করে। আদালত এখন তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করবে কি না এবং তিনি প্যানেল আইনজীবীর দায়িত্বে থাকবেন কি না—তা পরবর্তী আদেশে জানানো হবে।
সবার দেশ/কেএম




























