হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ
পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর রাজধানীর গুলশান-২–এ অবস্থিত বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে সরকারের অনুকূলে হস্তান্তরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের যুগ্ম বেঞ্চের স্বাক্ষরে ৫২ পৃষ্ঠার রায়টি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়।
দীর্ঘ এক বছরের বেশি সময় পর প্রকাশিত এ পূর্ণাঙ্গ রায়ে বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে—এটি আর ব্যক্তিমালিকানায় থাকতে পারে না। রায়ের আগে আদালত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে বাড়ির দখল সরকারকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন।
এ ছাড়া বাড়ির অবস্থান বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে ৯০ দিনের মধ্যে বাড়িটির দখল নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে সরকারকে। একই সঙ্গে বেসরকারি কারো কাছে ইজারা বা হস্তান্তর না করে জনস্বার্থে এ সম্পত্তি সংরক্ষণের নির্দেশ বজায় রেখেছে আদালত।
পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সে রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছর এ রায় দেয়া হয়।
উল্লেখ্য, হত্যা মামলার একটি ঘটনায় বর্তমানে কারাবন্দি রয়েছেন আবদুস সালাম মুর্শেদী।
সবার দেশ/কেএম




























