সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ -এর জরিপ
রাকসু নির্বাচনে ভিপিসহ ৩ পদেই এগিয়ে ছাত্রশিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে প্রকাশিত সর্বশেষ জরিপে নেতৃত্বের তিনটি গুরুত্বপূর্ণ পদেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।
ভিপি, জিএস ও এজিএস—এ তিনটি পদেই শিবির সমর্থিত প্রার্থীরা অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’।
জরিপের মূল তথ্য
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশিত জরিপে জানানো হয়—
- ভিপি পদে শিবির সমর্থিত প্যানেল পেয়েছে ৪৯% ভোট
- জিএস পদে ৩১.৭%
- এজিএস পদে ৩৩.৯%।
দ্বিতীয় স্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, আর তৃতীয় স্থানে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।
ছাত্রদল সমর্থিত প্যানেল ভিপি পদে ২.৩%, জিএস পদে ২.৬%, এবং এজিএস পদে ৬.১% সমর্থন পেয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ভিপি পদে ১০.৩%, জিএস পদে ২০.১% এবং এজিএস পদে ১২.৩% শিক্ষার্থী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
জরিপের পরিধি
ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান রিচি লিখিত বক্তব্যে জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক মিলিয়ে মোট ১,২৮৪ শিক্ষার্থী এ জরিপে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে—
- নারী শিক্ষার্থী ৪০.৪%
- অমুসলিম ১৩.২%
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ২.৩%
৭৯.৬% শিক্ষার্থী জানিয়েছেন তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, আর ৮৫.৭% মনে করেন নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হবে।
শিক্ষার্থীদের মনোভাব
জরিপে দেখা যায়—
৮২.৩% ভোটার বলছেন, তারা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন, দল নয়।
৭৭.৪% শিক্ষার্থী জানিয়েছেন, ব্যক্তিগত পরিচয় বা দল নয়, যোগ্যতা-ই হবে ভোটের মানদণ্ড।
৪০.৫% চান এমন প্যানেল যেখানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র অ্যাক্টিভিস্টদের সমন্বয় থাকবে।
বিতর্ক ও জবাব
জরিপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, কারণ সোচ্চারের সঙ্গে শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বিরের অতীত সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে জরিপ কর্তৃপক্ষের দাবি—
জরিপ পরিচালনায় সোচ্চারের কোনও সদস্য জড়িত ছিলেন না। ৩০ জন সাধারণ শিক্ষার্থী জরিপ সম্পন্ন করেছেন, ফলে পক্ষপাতিত্বের সুযোগ নেই।
সবার দেশ/কেএম




























