বেতনভাতা বাড়ানোর দাবিতে উত্তপ্ত শাহবাগ
শিক্ষকদের ‘ব্লকেড’ কর্মসূচি আজ
বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতের উত্তাল মিছিল শেষে তারা ফের একত্রিত হয়েছেন শহীদ মিনারে, সেখান থেকেই আজকের অবরোধ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।
হাইকোর্ট মোড় থেকে শহীদ মিনারে প্রত্যাবর্তন
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাইকোর্ট মোড় এলাকায় অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা রাত সোয়া ৮টার দিকে মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে যান। এ সময় তারা স্লোগান দেন—‘২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে, ‘অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে’, ‘হামলা করে আন্দোলন থামানো যাবে না’, ‘আগামীকাল শাহবাগ—ব্লকেড হবে, ব্লকেড হবে।’
শিক্ষকদের আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, আজ শহীদ মিনার থেকে আমরা সচিবালয়ের দিকে এসেছি, কাল আমরা শাহবাগ অবরোধ করবো। প্রয়োজনে যমুনার দিকেও যাবো। সরকার যদি এখনও আমাদের কষ্ট না বোঝে, তাহলে আমরা আমরণ অনশনের পথে যাবো।
পিছু হটার সুযোগ নেই
অধ্যক্ষ আজিজী বলেন, আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। সরকার নানা আশ্বাস দিলেও বাস্তবে কোনও সিদ্ধান্ত হয়নি। এখন আর পিছু হটার সময় নেই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
দাবির সারসংক্ষেপ
আন্দোলনরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে কয়েকটি মূল দাবি জানিয়ে আসছেন—
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের সঙ্গে ২০ শতাংশ বাড়িভাতা যুক্ত করা,
চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা বৃদ্ধি করা,
এবং পূর্ণ জাতীয়করণের রূপরেখা প্রকাশ করা।
শিক্ষকদের দাবি, সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের তুলনায় তারা চরম বৈষম্যের শিকার। একই দায়িত্ব পালন করেও তাদের প্রাপ্ত সুবিধা অত্যন্ত সীমিত।
রাজপথে নতুন ধাপ
হাইকোর্ট মোড়, প্রেসক্লাব ও শহীদ মিনারে পর এবার শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি শিক্ষকদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। রাজধানীর প্রধান সংযোগস্থল শাহবাগ অবরোধের ফলে যানচলাচলে বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানাচ্ছেন, সরকারের তরফে যদি আজকের মধ্যেই ইতিবাচক সাড়া না আসে, তবে তারা নতুন কর্মসূচি হিসেবে ‘সচিবালয় ঘেরাও’ বা ‘আমরণ অনশন’ ঘোষণার প্রস্তুতিও নিচ্ছেন।
সরকারের অবস্থান
সরকারি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। তবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে এখনও কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।
রাজপথে ফের শিক্ষকদের উপস্থিতি এবং শাহবাগে অবরোধের ঘোষণা আবারও ইঙ্গিত দিচ্ছে—দীর্ঘদিনের বেতনভাতা বৈষম্যের প্রশ্নে শিক্ষা খাতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে।
সবার দেশ/কেএম




























