Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৫ অক্টোবর ২০২৫

‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা

‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
ছবি: সংগৃহীত

২০ শতাংশ বাড়ি ভাতা ও অন্যান্য সুবিধার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা কয়েক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আল্টিমেটাম শেষ হওয়ার পর শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন এবং দুপুর ২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মোড় অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর বিকেল ৫টার দিকে ‘লং-মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়ে তারা শাহবাগ ছাড়েন।

এর আগে মঙ্গলবার রাতে শিক্ষকরা আল্টিমেটাম দিয়ে জানান, বুধবার দুপুর ১২টার মধ্যে তাদের দাবিতে প্রজ্ঞাপন না এলে শাহবাগ অবরোধ করা হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো ঘোষণা না আসায় তারা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে শাহবাগে পৌঁছান।

রোববার (১২ অক্টোবর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে অনেকেই রাতভর শহীদ মিনারে অবস্থান করছেন। রোববার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকেই সারা দেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা একযোগে বিক্ষোভে যোগ দেন এবং দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন।

শিক্ষকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করা,
  • চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা,
  • এবং শিক্ষক ছাড়া অন্যান্য কর্মীদের উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ নির্ধারণ করা।

বর্তমানে প্রাথমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষকরা মাসে গড়ে ১২ হাজার ৫০০ টাকা বেতন পান, যেখানে বাড়ি ভাতা মাত্র এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়, কিন্তু শিক্ষকরা এটিকে ‘প্রহসনমূলক’ বৃদ্ধি বলে প্রত্যাখ্যান করেছেন।

দেশে বর্তমানে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও ১ লাখ ৭০ হাজার কর্মচারী কর্মরত। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারের উদাসীনতায় তারা অবহেলিত ও অবমূল্যায়িত হয়ে আসছেন, অথচ শিক্ষা ব্যবস্থার মূল ভরকেন্দ্র তারা নিজেরাই।

শিক্ষকদের নতুন কর্মসূচি ‘লং-মার্চ টু যমুনা’ নিয়ে শিক্ষা মহলে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে। আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন