Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৮, ১৬ অক্টোবর ২০২৫

চবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ সুপার আহত

চবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ সুপার আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ আহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি ক্রমেই সংহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় এএসপি কাজী তারেক আজিজ মাথায় আঘাত পান এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ৯টার পরও ১ নম্বর গেট ও আশপাশে টানটান উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ গেটের দুই পাশে অবস্থান নেন এবং বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার সময় বিজয়ী পক্ষ উল্লাস প্রকাশ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

ছাত্রদল চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, বহিরাগত শিবির কর্মীরা ক্যাম্পাসে এসে উসকানি সৃষ্টি করছে। অন্যদিকে শিবির সমর্থিত জোটের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি দাবি করেন, ছাত্রদল পক্ষ উসকানি দিচ্ছে এবং তারা সংঘর্ষে জড়াতে চায় না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নজরদারি করছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ