Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ২১ অক্টোবর ২০২৫

সমালোচনা থাকুক কাজকেন্দ্রিক — বলছেন অভিনেত্রী

নতুন উদ্যমে ফিরেছেন নুসরাত ফারিয়া

নতুন উদ্যমে ফিরেছেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

নুসরাত ফারিয়া যেন এখন সত্যিকারের এক মুক্ত বিহঙ্গ। কখনও কানাডার রাস্তায়, কখনও লন্ডনের আকাশে কিংবা কোনো ইউরোপীয় শহরের আলো-ছায়ার মেলায়—নিজের মতো করে বাঁচছেন তিনি। তবে এ ঘুরে বেড়ানো শুধুই বিলাসিতা নয়; এর পেছনে আছে ব্যস্ত কর্মজীবন, নতুন নতুন কাজ আর একের পর এক সৃষ্টিশীল প্রজেক্ট।

বিদেশের নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, আবার ফটোশুটের মাধ্যমে হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন রূপে। সে সব ছবিই নিয়মিত ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও খাঁটি বাঙালি রূপে শাড়িতে মোহময়ী, কখনও সমুদ্রের পাড়ে বিকিনিতে আত্মবিশ্বাসী—প্রতিটি পোস্টেই তৈরি হচ্ছে আলোচনার ঝড়।

কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউ বা সমালোচনায় মেতে উঠছেন—তবে ফারিয়া এতে বিন্দুমাত্র বিচলিত নন। বরং তিনি মনে করেন, শিল্পীর প্রতি মানুষের আগ্রহ টিকিয়ে রাখতে এ আলোচনা-সমালোচনাই প্রয়োজন।

নিজের মনোভাব পরিষ্কার করে তিনি বলেন, 

আমি ছোটবেলা থেকে একটি বিষয় মেনে চলি—আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেনো আমার কাজকেন্দ্রিক হয়। ব্যক্তিজীবন নয়, আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক।

অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত হচ্ছেন ফারিয়া। কয়েক মাস আগে নিজের কণ্ঠে একটি নতুন গান রেকর্ড করেছেন তিনি। বর্তমানে চলছে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ। যদিও গানের বিস্তারিত প্রকাশ করতে চাননি এখনই, তবে ইঙ্গিত দিয়েছেন—এবারের গান আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হতে চলেছে।

বছরের শুরুটা ফারিয়ার জন্য খুব একটা সহজ ছিল না। নানা বিতর্ক ও ব্যক্তিগত অঘটনে সময়টা কঠিন হয়ে পড়েছিল তার জন্য। কিন্তু এখন সব ঝড় পেরিয়ে নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

ফারিয়া বলেন, 

সবসময়ই চেষ্টা করি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে। কাজই আমাকে পরিপূর্ণ রাখে। তাই যত সমালোচনাই আসুক, আমি কাজের মধ্যেই শান্তি খুঁজি।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে নির্মিত এ অনুপ্রেরণামূলক ছবিতে ফারিয়ার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

ফারিয়া জানান, 

এ সিনেমার গল্পটা শুধু বিনোদন নয়, এতে আছে দেশপ্রেম, ইতিহাস আর সংগ্রামের ছোঁয়া। কাজটি করতে পেরে আমি গর্বিত।

সব মিলিয়ে নুসরাত ফারিয়া এখন নতুন আলোয় উদ্ভাসিত—এক হাতে গান, অন্য হাতে সিনেমা, আর মাঝখানে আত্মবিশ্বাসী এক শিল্পী যিনি জানেন, সমালোচনা নয়, কাজই তার প্রকৃত পরিচয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন