শাওনের মা বেগম তাহুরা আলীর ইন্তেকাল
দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে এ দুঃসংবাদটি জানিয়েছেন শাওন।
ফেসবুক পোস্টে শাওন লেখেন,
নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।
তিনি জানান, তার মায়ের দুটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা হবে আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মাগরিবের নামাজের পর তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।
শাওন তার পোস্টে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন সবাই তার প্রয়াত মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।
এর আগে গত জুন মাসের শেষ দিকে মায়ের অসুস্থতার খবর দিয়েছিলেন শাওন। সেসময় তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তার মা ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) ভর্তি থেকে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
মায়ের মৃত্যুতে শিল্পী মহল শোকাহত। অভিনেত্রী দীপা খন্দকার, নির্মাতা সানি সানোয়ারসহ বিনোদন অঙ্গনের বহু তারকা শাওনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























