যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
পাকিস্তানের পাশে দাঁড়ালো শক্তিশালী তুরস্ক
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক। পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ সংহতি জানান। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুরস্ক বলেছে, তারা পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান জানায় এবং ভারতের হামলার তীব্র নিন্দা জানায়। নিহত নিরীহ মানুষের জন্য গভীর শোকও প্রকাশ করেছে তারা।
এদিকে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
ভারতের এ হামলায় কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা এরই মধ্যে পাল্টা হামলা শুরু করেছে এবং কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এতে তিনজন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কঠোর ও নির্ভুল জবাব দিচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
পাশাপাশি, দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ভারত একতরফাভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, পাকিস্তানের পাল্টা জবাব দেয়ার অধিকার রয়েছে। তিনি ভারতের হামলাকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করেন।
সবার দেশ/কেএম




























