Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ২৬ আগস্ট ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্দি বিনিময়: ৩০০ মুক্তি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবন্দি বিনিময়: ৩০০ মুক্তি
ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন শনিবার ও রবিবার দুই দিন ধরে মোট ৩০০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। উভয় দেশের পক্ষ থেকে ১৪৬ জন করে সামরিক বন্দি ছাড়া হয়েছে। এছাড়া ইউক্রেন ৮ জন বেসামরিক রুশ নাগরিককেও মুক্তি দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনাদের বর্তমানে বেলারুশে মেডিকেল চেকআপ চলছে। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে। মুক্তিপ্রাপ্ত বেসামরিক রুশ নাগরিকরা ইউক্রেনের ক্রুস্ক প্রদেশের বাসিন্দা। মুক্তির সময় রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মসকালকোভা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্দিদের আবেগ ও অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন; কারাগারে তারা কঠোর মানসিক চাপের মধ্যে ছিল।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ চলছে তুরস্কের ইস্তাম্বুলে। সংলাপে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনেস্কি।

সংলাপ শুরুর এক মাসের মধ্যে, জুনে দুই দেশের মধ্যে প্রথমবার ১২ হাজার মৃত সেনা ও ২ হাজার জীবিত যুদ্ধবন্দির বিনিময় হয়েছিল। পরে জুলাইয়ে আরও ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছিল। সর্বশেষ আগস্টের ১৯ তারিখে রাশিয়া ইউক্রেনকে ১ হাজার মরদেহ হস্তান্তর করেছিল এবং বিনিময়ে ১৯ রুশ সেনার মরদেহ ফিরে পেয়েছিল।


সবার দেশ/এফও

সর্বশেষ