ইরানে হিজাব ছাড়াই ম্যারাথনে দৌড়ালেন নারীরা—আয়োজক গ্রেফতার
ইরানের কিশ দ্বীপে হিজাববিহীন অবস্থায় ম্যারাথনে দৌড়ানো নারীদের কারণে দুই আয়োজককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, কয়েকজন নারী হিজাব ছাড়া দৌড়াচ্ছেন। বিষয়টি নিয়ে ইরানের বিচার বিভাগ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
মিজান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া দুইজনের মধ্যে একজন কিশ ফ্রি জোনের কর্মকর্তা এবং অপরজন একটি প্রাইভেট কোম্পানির কর্মী, যারা ম্যারাথন আয়োজনের দায়িত্বে ছিলেন। স্থানীয় প্রসিকিউটর জানান, দেশের আইন, ধর্মীয় ও প্রথাগত নিয়মাবলি মানার বিষয়ে পূর্বে সতর্কতা দেয়া হয়েছিলো। তবুও প্রতিযোগিতাটি জনসাধারণের মর্যাদা লঙ্ঘন করে আয়োজন করা হয়েছে। তাই ফৌজদারি মামলা করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রায় ৫ হাজার ব্যক্তি অংশগ্রহণ করেন। ইরানের রক্ষণশীল সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স ম্যারাথনটিকে ইসলামি আইন লঙ্ঘন ও অসভ্য হিসেবে বর্ণনা করেছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের হিজাব বাধ্যতামূলক। তবে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের পর এ নীতি অনেকখানি শিথিল হয়েছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে হিজাব বিধি কঠোরভাবে পুনঃপ্রয়োগের চাপও বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি ইরানের সংসদের সদস্যরা বিচার বিভাগকে হিজাব আইন যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোসেনি এজেই হিজাব আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























