ইসরায়েলের অজেয়তার যুগ শেষ, স্বীকার তাদের মিডিয়ার
ইরানি হামলা শুধু তেলআবিবে নয়, এটি ইসরায়েলি আত্মবিশ্বাসে
ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলের ‘অজেয়’ থাকার ধারণা ভেঙে পড়েছে। এবার সে সত্য স্বীকার করে নিচ্ছে দেশটির মূলধারার গণমাধ্যমও। হারেটজ, টাইমস অব ইসরায়েল এবং +৯৭২ ম্যাগাজিনের প্রতিবেদন বলছে, ইরানি ক্ষেপণাস্ত্রের ভয় এখন ইসরায়েলি সমাজের স্থায়ী বাস্তবতায় পরিণত হয়েছে।
হারেটজের এক বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে, গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো ইসরায়েল, সে একই দৃশ্য আজ তারা দেখতে পাচ্ছে তেলআবিব, রামাত গান বা তামরার রাস্তায়। পত্রিকাটি লিখেছে, প্রথম ইরানি ক্ষেপণাস্ত্র শুধু তেলআবিবে আঘাত করেনি, এটি আঘাত করেছে ইসরায়েলি জাতিসত্তার আত্মবিশ্বাসে। এটা প্রমাণ করেছে, ইসরায়েল আর অনাক্রম্য নয়।
টাইমস অব ইসরায়েল প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কীভাবে নিয়ন্ত্রণ হারালেন? বিশেষ করে আমেরিকার ইরানে হামলার পরও যখন ইরানের পরমাণু কর্মসূচি কার্যত অক্ষত রইলো এবং ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েলকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেললো, তখন নেতানিয়াহুর যুদ্ধনীতি নিয়ে দেশটির ভেতরে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।
+৯৭২ ম্যাগাজিন আরও কঠোর ভাষায় লিখেছে, নেতানিয়াহু যেসব ‘বিজয়ের ঘোষণা’ দিয়েছেন, তা ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। তারা বলছে, অন্তহীন যুদ্ধে আটকে থাকা ইসরায়েলিরা আর কখনও নিরাপত্তার মায়া ফিরে পাবে না।
গণমাধ্যমের এসব প্রতিবেদন স্পষ্ট করেছে, যুদ্ধ থামলেও মানসিকভাবে ইসরায়েলি সমাজ বিপর্যস্ত। যে ‘অজেয়তার ঘেরাটোপে’ তারা এতদিন ছিলো, তা ভেঙে গেছে। সামরিক প্রযুক্তি বা আয়রন ডোম দিয়ে হয়তো ক্ষেপণাস্ত্র ঠেকানো যায়, কিন্তু নিজেদের আগ্রাসনের পরিণতি থেকে নিজেদের আর রক্ষা করা সম্ভব নয় — ইসরায়েলের ভেতর থেকেই উঠে আসছে এমন আত্মসমালোচনা।
সবার দেশ/এফএস




























