যুক্তরাষ্ট্রের অভিযানে আন্তর্জাতিক উত্তেজনা তুঙ্গে
নিউইয়র্কের আদালতে তোলা হয়েছে মাদুরো দম্পতিকে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্ক সিটির একটি আদালতে হাজির করা হয়েছে। ব্রুকলিনের একটি আটককেন্দ্র থেকে সোমবার তাদের ম্যানহাটনের আদালতে নেয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যে আটককেন্দ্রে বর্তমানে মাদুরো বন্দী আছেন, সেখানে ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। পর্যাপ্ত কর্মীর অভাব, নিরাপত্তা দুর্বলতা, সহিংসতা এবং নিয়ন্ত্রণহীন পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এসব কারণে বন্দীদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এর আগে গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি আকস্মিক সামরিক অভিযান চালায়। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়।

মাদুরোকে আটক করার যৌক্তিকতা তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলা এমন এক পর্যায়ে পৌঁছেছিল, যার চেয়ে খারাপ অবস্থায় যাওয়া দেশটির পক্ষে আর সম্ভব ছিলো না। তিনি দাবি করেন, দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের জন্য সরাসরি দায়ী ছিলেন মাদুরো।
এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে, ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ বা তার নেতৃত্বাধীন সরকার যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, তাহলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে। একই সঙ্গে ইঙ্গিত দেয়া হয়েছে, সম্ভাব্য যেকোনও নতুন হামলা আগের চেয়েও ভয়াবহ হতে পারে।
মাদুরো দম্পতির আদালতে হাজিরা এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হুমকির পর লাতিন আমেরিকা ও বৈশ্বিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে, এ মামলার পরিণতি ও এর কূটনৈতিক প্রভাব কোন দিকে গড়ায়।
সবার দেশ/কেএম




























