পিছু হটলো ভারত, যুদ্ধবিরতিতে সম্মত

কয়েক দিনের টানা পাল্টাপাল্টি সামরিক অভিযানে ক্ষয়ক্ষতির মুখে পিছু হটেছে ভারত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান ও ভারত সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সামরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় দেশের পররাষ্ট্র দফতর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে যুদ্ধবিরতির খবর জানানোর পর ভারত ও পাকিস্তান তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘ আলোচনার মাধ্যমে এ সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে। দু’দেশ সাধারণ জ্ঞান ও বিচক্ষণতার পথ বেছে নিয়েছে, এজন্য তাদের অভিনন্দন জানাই।
পাকিস্তানের পাল্টা জবাবে নাস্তানাবুদ ভারত
গত ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ আত্মঘাতী হামলায় ২৬ জন নিহত হলে এর দায় পাকিস্তানের ওপর চাপায় ভারত। ইসলামাবাদ দায় অস্বীকার করলেও দিল্লি ৬ মে ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের কয়েকটি এলাকায় সামরিক হামলা শুরু করে।
জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’। এতে ভারতের ড্রোন, যুদ্ধবিমান ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বড় ক্ষয়ক্ষতি হয়। পাল্টাপাল্টি হামলায় কাশ্মীর সীমান্ত জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করে। ভারতের সকল সামরিক প্রতিরোধ অকার্যকর করে দেয় পাকিস্তান। ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুক্ষীন হয় ভারত।
মার্কিন তৎপরতায় ফিরে এলো সংলাপ
ভারত-পাকিস্তান সংঘাত ক্রমেই পারমাণবিক উত্তেজনার দিকে গড়াতে থাকলে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের এ আগ্রাসনকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে শান্তিপূর্ণ সমাধানে দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যান।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, চুক্তির পর উভয় দেশের সামরিক চ্যানেল সক্রিয় হয়েছে। আমরা আঞ্চলিক শান্তির পক্ষে, তবে সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস নয়।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানান, শনিবার বিকেলে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকের সঙ্গে ভারতীয় সমকক্ষের ফোনালাপ হয় এবং যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১২ মে আবার সামরিক মহাপরিচালক পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হবে।
কাশ্মীরে স্বস্তি, আকাশপথ খুললো পাকিস্তান
যুদ্ধবিরতির ঘোষণায় ভারত-শাসিত কাশ্মীরের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। একের পর এক গোলাগুলি ও বিস্ফোরণের আতঙ্ক থেকে মুক্তির আশা করছেন তারা।
পাকিস্তান ইতোমধ্যে তাদের আকাশসীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম