জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেফতার
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে রমনা থানার একটি মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রমনা থানার এনায়েত করিম বাদী হয়ে করা মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।
সবার দেশ/কেএম




























