Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ১৫ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাস বিরোধ আইনের মামলা

আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। এদিন আসামির উপস্থিতিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগের সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার সময় সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন রাতেই জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন— মারিয়া কিসপট্টা (ফ্যাশন মডেল) ও ইমতু রাতিশ ইমতিয়াজ (উপস্থাপক)।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুনি হাসিনা দেশত্যাগ করলেও তার অনুসারীরা দেশে থেকে বিভিন্ন কৌশলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযোগ অনুযায়ী, তারা দেশের অবকাঠামো ধ্বংস এবং রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের লক্ষ্যে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করে আসছে।

এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে গুজব ও প্রপাগান্ডা ছড়িয়ে আসছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে বলেও মামলায় দাবি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, আসামিদের এসব কর্মকাণ্ডের ফলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উৎসাহিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী অপরাধের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন