Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬, ১০ আগস্ট ২০২৫

নিরাপত্তা জোরদারে নির্বাচনে ৪০ হাজার বডিক্যাম কিনছে সরকার

নিরাপত্তা জোরদারে নির্বাচনে ৪০ হাজার বডিক্যাম কিনছে সরকার
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়াতে পুলিশ বাহিনীর জন্য অন্তত ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৯ আগষ্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বডিক্যাম ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে এ প্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর হবে। অক্টোবরের মধ্যেই ডিভাইসগুলো কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসহ এর বৈশিষ্ট্যগুলো নিয়ে প্রশিক্ষণ নিতে পারেন।

বাংলাদেশ ইতোমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে সরবরাহ নিয়ে আলোচনা করছে। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কনস্টেবলরা বুকে এ ডিভাইস ধারণ করবেন।

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন ও প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, যে কোনও মূল্যে সব ভোটকেন্দ্রে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা তুলে ধরেন। অ্যাপটিতে প্রার্থীর তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টারঅ্যাকটিভ ব্যবস্থা থাকবে। ড. ইউনূস নির্দেশ দিয়েছেন অ্যাপটি দ্রুত চালু করে ১০ কোটির বেশি ভোটারের জন্য সহজ ব্যবহারের উপযোগী করতে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক