নির্বাচনী সংলাপ শুরু আজ থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সংলাপ চলবে পুরো অক্টোবর মাসজুড়ে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে জানান, সংলাপের প্রথম দিনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবী, এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে মতবিনিময় করবে ইসি।
কারা অংশ নিচ্ছেন সংলাপে?
ইসি জানিয়েছে, সংলাপে ধাপে ধাপে অংশ নেবেন—
- সুশীল সমাজ
- রাজনৈতিক দল
- নারী প্রতিনিধি
- নির্বাচন বিশেষজ্ঞ
- জুলাই বিপ্লবের প্রতিনিধিরা
- গণমাধ্যমকর্মী
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে অক্টোবরের মাঝামাঝি।
নিবন্ধিত রাজনৈতিক দল
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি, যার মধ্যে রয়েছে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য দল।
২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত না মানায় বা আদালতের রায়ে ৫টি দলের নিবন্ধন বাতিল হয়:
- বাংলাদেশ জামায়াতে ইসলামী
- ফ্রিডম পার্টি
- ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন
- পিডিপি
- জাগপা
সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরিয়ে দেয়ার কথা বলা হলেও ইসি এখন পর্যন্ত শুধু জামায়াতকে পুনরায় নিবন্ধন দিয়েছে।
এছাড়া, আদালতের আদেশে নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টি নিবন্ধন পেয়েছে।
নির্বাচন কমিশনের প্রস্তুতি
ইসি জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বরের প্রথমার্ধ।
এ সংলাপের মাধ্যমে ইসি নির্বাচনের আগে বিভিন্ন মহলের মতামত নিয়ে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নীতিগত প্রস্তুতি নেবে বলে আশা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























