Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৩ অক্টোবর ২০২৫

১৫ সেনা কর্মকর্তার আইনজীবী ব্যারিস্টার সরোয়ার সরে দাঁড়ালেন 

১৫ সেনা কর্মকর্তার আইনজীবী ব্যারিস্টার সরোয়ার সরে দাঁড়ালেন 
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই–জেআইসি সেলে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় বিচারাধীন ১৫ সেনা কর্মকর্তার পক্ষে আর আইনজীবী হিসেবে থাকছেন না সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেফতার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর এইমামলায় আইনজীবী হিসেবে থাকতে পারছি না।

জানা গেছে, ব্যারিস্টার সরোয়ার হোসেন পূর্বে ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সেনাবাহিনীর তিন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাদেরই একজন বর্তমানে এ ১৫ আসামির মধ্যে গ্রেফতার রয়েছেন।

এর আগে বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ মামলার শুনানিতে ১৫ সেনা কর্মকর্তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার সরোয়ার।

ট্রাইব্যুনালের অভিযোগপত্রে বলা হয়েছে, টিএফআই–জেআইসি সেলের আওতায় ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়ীকে গুম ও হত্যা করা হয়। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলা চলমান রয়েছে।

ব্যারিস্টার সরোয়ার বলেন, আমি একজন ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছিলাম। এখন যেহেতু সে ঘটনার এক আসামি আমার মক্কেলদের মধ্যে আছেন, নৈতিকতার জায়গা থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আদালতের প্রতি শ্রদ্ধা ও পেশাগত দায়িত্ববোধ থেকেই এ সিদ্ধান্ত।

সুপ্রিম কোর্টে দীর্ঘদিন প্র্যাকটিসের পাশাপাশি তিনি মানবাধিকার ও নিরাপত্তা খাতের সংস্কারবিষয়ক বিভিন্ন মামলায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন