জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক পেজে প্রকাশিত হয় নির্বাচনী ক্যাম্পেইনের প্রথম টিজার ভিডিও।
৪৮ সেকেন্ডের এ টিজারে গুম ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিককে দেখা যায়। তিনি ভিডিও বার্তায় বলেন,
ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। সে নির্বাচনের মধ্য দিয়েই দেশের মালিকানা ফিরে পাবে দেশের জনগণ।
টিজারের ক্যাপশনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন ২ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
ভিডিওটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও দ্বিধার পর নির্বাচনী টিজারের প্রকাশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় সচল হওয়ার একটি প্রতীকী সূচনা।
অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে আরও কয়েকটি প্রচারমূলক ভিডিও ও গ্রাফিক্স প্রকাশ করা হবে, যেখানে নির্বাচন কমিশন, প্রার্থী নিবন্ধন এবং ভোটার অংশগ্রহণ নিয়ে সচেতনতামূলক বার্তা দেয়া হবে।
সবার দেশ/কেএম




























