Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:০৮, ১৪ নভেম্বর ২০২৫

চার বিভাগে কমিশনার বদলি

এক সপ্তাহে ৫০ জেলা পেলো নতুন ডিসি

এক সপ্তাহে ৫০ জেলা পেলো নতুন ডিসি
ফাইল ছবি

জাতীয় নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল অব্যাহত রেখেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আরও দুটি পৃথক প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

নতুন আদেশে কিছু জেলায় রদবদল করা হয়েছে, বাকিগুলোতে নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া পাঁচ দিন আগে নিয়োগ পাওয়া দুজন ডিসির নিয়োগও বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোট ৫০ জেলা নতুন জেলা প্রশাসক পেয়েছে।

বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এখন চট্টগ্রামের ডিসি। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসান যাচ্ছেন লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী হচ্ছেন মুন্সিগঞ্জের ডিসি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনা, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁ, আর একই মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ির ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান এখন কুমিল্লার ডিসি, জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির যাচ্ছেন নারায়ণগঞ্জে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনার ডিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকার ডিসি, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান রংপুরের ডিসি হয়েছেন।

এছাড়া ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসান যশোরে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম নোয়াখালীতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গাজীপুরে ডিসি হিসেবে যোগ দিচ্ছেন।

অন্যদিকে, এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধায়, ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম মাদারীপুরে, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের সহকারী পরিচালক মো. খায়রুল আলম সুমন বরিশালে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার বরগুনায় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী রাঙামাটির ডিসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

চার বিভাগে নতুন কমিশনার

একইসঙ্গে বৃহস্পতিবারই সরকার চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশিদ হয়েছেন রাজশাহীর কমিশনার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বরিশালের, আর বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী এখন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার।

এদিকে, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে বদলি করে খুলনায় পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন