হাইকোর্টের ঐতিহাসিক রায়
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, রিট খারিজ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত—আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বৈধতা বিষয়ে আইনি বিতর্কের অবসান ঘটলো।
এর আগে বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
গত মঙ্গলবার থেকে লিভ টু আপিলের শুনানি শুরু হয়। এদিন আইনজীবী শিশির মনির আদালতে বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সর্বোচ্চ বৈধতা। তাদের মতে, জনসমর্থন থাকলে সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই।
এ রিটকে ঘিরে আদালতে আলোচনার তীব্রতা বাড়ে গত ১২ নভেম্বর, যখন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগ ওঠে। পরে আপিল বিভাগ তার কাছে ব্যাখ্যা তলব করে।
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে মহসিন রশিদ হাইকোর্টে রিট করেছিলেন। তবে হাইকোর্ট রিট খারিজ করে দেয় এবং রায়ে উল্লেখ করে—দেশের জনগণ বৈধতা দিয়েছে বলেই অন্তর্বর্তী সরকার প্রশ্নাতীত। পরবর্তীতে তিনি আপিল বিভাগের কাছে লিভ টু আপিলের আবেদন করেন, যা আজ খারিজ হলো।
আপিল বিভাগের এ রায়ের পর অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ও আইনি অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
সবার দেশ/এফও




























