Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:০২, ২৩ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে ফের উত্তেজনা

ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনের সামনে জঙ্গি হিন্দুদের বিক্ষোভ

ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনের সামনে জঙ্গি হিন্দুদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের রাজধানী নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলের কয়েকশ সদস্য এ বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা মূলত ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার বিচার দাবি করে রাজপথে নামেন। মিছিল নিয়ে তারা হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন।

পুলিশের সঙ্গে সংঘর্ষ ও কুশপুত্তলিকা দাহ

বিক্ষোভ মিছিলটি হাইকমিশন ভবনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ কয়েক স্তরের ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এক পর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারা ‘বাংলাদেশ মুর্দাবাদ’ স্লোগান দেয়ার পাশাপাশি বাংলাদেশের নেতিবাচক স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করেন এবং কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের লাঠিচার্জ ও কঠোর অবস্থান নিতে দেখা যায়। শেষ পর্যন্ত হাইকমিশন ভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে আন্দোলনকারীদের আটকে দিতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

কূটনৈতিক নিরাপত্তায় উদ্বেগ

নয়াদিল্লির এ কূটনৈতিক পাড়ায় গত শনিবার রাতেও বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে অনাকাঙ্ক্ষিত বিক্ষোভের ঘটনা ঘটেছিলো। সে সময় হাইকমিশনারকে ‘প্রাণনাশের হুমকি’ দেয়া হয়েছিলো বলে মিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এছাড়া গত রোববার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার রেশ না কাটতেই দিল্লিতে এ বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটল।

বাংলাদেশের অবস্থান

ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা ক্রমাগত বিঘ্নিত হওয়ায় ঢাকা ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার সকালেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ হামলা ও বিক্ষোভের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং মিশনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ