Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২২ ডিসেম্বর ২০২৫

উত্তপ্ত দিল্লি: বাংলাদেশ হাইকমিশনে ফের উগ্র হিন্দুদের বিক্ষোভ

উত্তপ্ত দিল্লি: বাংলাদেশ হাইকমিশনে ফের উগ্র হিন্দুদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে চরম উত্তজনা বিরাজ করছে। শনিবার রাতের রেশ কাটতে না কাটতেই রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আবারও একদল উগ্রপন্থী হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দ্বিতীয় দফায় বিক্ষোভটি অল্প সময় স্থায়ী হলেও পরিস্থিতির গাম্ভীর্য ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শনিবার রাতের নজিরবিহীন বিক্ষোভ ও বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকির বিষয়টি নিয়ে রোববার সারাদিন দুই দেশের কূটনৈতিক মহলে তোলপাড় চলে। বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেন, দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের জন্য যে ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিলো, ভারত সরকার তা করতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, উগ্রপন্থীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে বাংলাদেশ হাউসের মূল ফটকের কাছে পৌঁছে গিয়েছিলো, যা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে দাবি করেছেন, ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদে একদল যুবক স্লোগান দিয়েছে মাত্র। তবে তারা কোনও নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করেনি বা বড় কোনও ঝুঁকি তৈরি করেনি বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের এ দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সেখানে সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন এবং বিক্ষোভকারীরা মূল ফটকের একদম কাছে চলে এসেছিলো।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এবং তার হামলাকারী ভারতে পালিয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে তিক্ততা বেড়েছে। এ রেশ ধরেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে টার্গেট করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী 'অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা'র ব্যানারে আসা বিক্ষোভকারীরা হাইকমিশনারকে লক্ষ্য করে অকথ্য গালিগালাজ করে এবং তাকে গুলি করে মারার হুমকি দেয়। এ ঘটনার পর দিল্লিতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হলেও রোববার সন্ধ্যায় পুনরায় বিক্ষোভের ঘটনা মিশন কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে চরম টানাপড়েন বিরাজ করছে এবং নিরাপত্তা ইস্যুতে ঢাকা কড়া বার্তা দিয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ