Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ৭ জানুয়ারি ২০২৬

গণভোটে জনমত গড়তে ইসিকেও মাঠে নামতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

গণভোটে জনমত গড়তে ইসিকেও মাঠে নামতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের ওপর আসন্ন গণভোট নিয়ে জনগণকে সচেতন করার দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের ওপর ছেড়ে দিলে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ কারণে নির্বাচন কমিশনকেও সক্রিয়ভাবে গণভোটের পক্ষে জনমত গঠনে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপের এ টি এম শামসুল হক মিলনায়তনে ‘গণভোট: ২০২৬—কী ও কেন?’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, শুধু সরকার গণভোটের পক্ষে প্রচার চালালে অনেকেই এটিকে পক্ষপাতমূলক হিসেবে দেখবে। সে জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে জনগণকে গণভোট কী, কেন এবং কীভাবে হবে—তা পরিষ্কারভাবে বোঝানো। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি মাঠে নামে, সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো আদৌ আগের ব্যবস্থায় ফিরতে চায়, নাকি পরিবর্তনের পথে হাঁটতে চায়—সে বিষয়ে স্পষ্ট কোনও অঙ্গীকার শোনা যাচ্ছে না। অথচ দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে। একটি শক্তিশালী সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাষ্ট্রীয় কাঠামো, সমাজব্যবস্থা, আইনশৃঙ্খলা—সবকিছুই ভেঙে পড়েছিলো। তখন ভিন্নমত প্রকাশ করলে গুম, খুন, জেল কিংবা সামাজিক বঞ্চনার শিকার হতে হতো।

তিনি প্রশ্ন তোলেন, আমরা কি আবার সে অবস্থায় ফিরে যেতে চাই? গণতন্ত্রের নামে আবার একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, ভোটকেন্দ্র দখল কিংবা উপর থেকে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত দেখতে চাই কি না—এ প্রশ্নগুলোর উত্তরই গণভোটের মাধ্যমে জনগণকে দিতে হবে।

আগের মতো শাসনব্যবস্থা আর না চাইলে কাঠামোগত সংস্কার জরুরি বলে মন্তব্য করে সাখাওয়াত হোসেন বলেন, এ সংস্কারের বৈধতা আসবে গণভোটের মাধ্যমেই। কিন্তু সময় খুবই সীমিত। নির্বাচনের আর এক মাস বাকি। এখন পর্যন্ত গণভোট নিয়ে যে পরিমাণ প্রচার হচ্ছে, তা পর্যাপ্ত নয়।

২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় মাঠে নেমে জনগণকে বোঝানোর কাজ নির্বাচন কমিশনও করেছিল। এবারও শুধু ভোট নয়, গণভোট কী এবং কেন—তা বোঝানো কমিশনের দায়িত্ব। তিনি নির্বাচন কমিশনকে জনগণকে মবিলাইজ করার আহ্বান জানান এবং প্রয়োজনে নাগরিক সংগঠনগুলোর সহায়তা নেয়ার অনুরোধ করেন।

নাগরিক সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যাতে আবার ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে, সে জন্য সুজনের মতো সংগঠনগুলোকে জেলায় জেলায় গিয়ে প্রচারে যুক্ত হতে হবে। সরকার প্রচার চালাচ্ছে, তবে নির্বাচন কমিশনের ভূমিকাও আরও জোরালো হওয়া দরকার।

উপদেষ্টার বক্তব্যের পর সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, ২০০৭-০৮ সালের মতো এবারও তারা গণভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে তরুণ ও নারীদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, গণভোট দেশের অস্তিত্বের সঙ্গে জড়িত, তাই তারা এ উদ্যোগে অবিচল থাকবেন।

বৈঠকের শুরুতে বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী সরকার পতনের পরও সেই ব্যবস্থাটি থেকে গেছে। সে কাঠামো ভাঙতে হলে সংস্কার প্রয়োজন, আর সে সংস্কারের পথই হলো গণভোট। তবে গণভোট নিয়ে নানা বিভ্রান্তি ও অপপ্রচার চলছে, যা দূর করা জরুরি।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ৪৮টি বিষয় সংবিধান সংস্কারের সঙ্গে যুক্ত, যেগুলোর জন্য গণভোট প্রয়োজন। ব্যালটে একটি প্রশ্নই থাকবে—সংস্কারের পক্ষে হ্যাঁ, বিপক্ষে না।

বৈঠকে আলোচনায় অংশ নিয়ে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, প্রান্তিক ভোটারদের কাছে এ বার্তা পৌঁছানো জরুরি যে গণভোটের মাধ্যমে তারা নিজেদের ক্ষমতা প্রকাশের সুযোগ পাচ্ছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদই ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর রূপরেখা। এটি বাস্তবায়ন না হলে আবারও একই বিপদের মুখে পড়তে হবে।

বৈঠকে সুজনের সহসভাপতি ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে তাদের অঙ্গীকার রক্ষা করতে হবে এবং সংস্কার না হলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে—এ বার্তাটি জনগণের কাছে স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি