Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯, ১৩ জানুয়ারি ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা মনির হায়দারের

গণভোট ব্যর্থ হলে ফের অন্ধকারে দেশ

গণভোট ব্যর্থ হলে ফের অন্ধকারে দেশ
ছবি: সংগৃহীত

গণভোট ব্যর্থ হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার। তিনি বলেছেন, গণভোট সফল না হলে পরবর্তী সময়ে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে এবং তখন আপনার-আমার সন্তানদের জীবন দিতে হতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে পরিচালিত কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার রাজশাহী মেডিকেল কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মনির হায়দার বলেন, ফ্যাসিবাদ এখন পথ চিনে গেছে। সুযোগ পেলেই তারা আবার দ্রুত ফিরে আসবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতেই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের সম্মতি অপরিহার্য।

তিনি আরও বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনও ধরনের আইনগত বাধা নেই। গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে মনির হায়দার বলেন, গণভোটে কোনও প্রার্থী নেই। এটি কোনো দলীয় বা ব্যক্তিগত বিষয় নয়; গণভোট আমাদের সবার যৌথ এজেন্ডা। এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেয়া হয়েছে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। সভার সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান।

রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভাগের সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং তার অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, দেশ এখন একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ গুরুত্বপূর্ণ সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি