জামায়াতের বিক্ষোভ কর্মসূচি একদিন পিছিয়ে ১৩ আগস্ট
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং সেই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামি।
আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় সমাবেশ ও মিছিল করার কথা ছিলো দলের।
তবে সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, অনিবার্য কারণবশত এ কর্মসূচি একদিন পিছিয়ে দেয়া হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় একই স্থানে।
সবার দেশ/কেএম




























