ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে।
শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজ ফেসবুক আইডিতে নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি জানান। পোস্টে তিনি লেখেন,
জুলাইয়ের অনুপ্রেরণা থেকে শুরু হওয়া দুই রাজনৈতিক নেতার এ সম্পর্কের বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর অত্যন্ত ঘরোয়া পরিবেশে তাদের দু’জনের বাগদান সম্পন্ন হয়।
দুই সংগঠনে সক্রিয় ভূমিকা রাখা হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানার এ বিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যেও আনন্দ ও শুভেচ্ছার আবহ তৈরি করেছে।
সবার দেশ/কেএম




























