Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫২, ৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার লন্ডনযাত্রা অনিশ্চিত: আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার লন্ডনযাত্রা অনিশ্চিত: আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ তাদের পূর্বনির্ধারিত স্লট বাতিলের আবেদন করেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (৮ ডিসেম্বর) বেবিচক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শেষ মুহূর্তে পরিকল্পনা ভেস্তে গেলো

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ সকালে জানান—কাতার সরকারের সহায়তায় জর্জিয়ার তিবলিসি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিলো। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে বিমানটি ঢাকায় নামবে এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়ার দেশত্যাগের সম্ভাব্য সময়সূচি ঠিক করা হয়েছিলো।

কিন্তু দুপুরেই জানা যায়—এফএআই এভিয়েশন গ্রুপ নির্ধারিত স্লট স্থগিত করার আবেদন করেছে, ফলে বিমানটি আসছে না।

এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার

বেবিচকের তথ্যমতে, এফএআই এভিয়েশন গ্রুপের এ এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে কাতার সরকার। তবে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো চূড়ান্ত মত দেয়নি। তার বর্তমান শারীরিক অবস্থার ওপরই সিদ্ধান্ত নির্ভর করছে।

অবস্থার অবনতি, চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া একাধিক জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এবং শরীরের অন্যান্য জটিলতাও বৃদ্ধি পায়।

সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দিয়েছে। এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যের মেডিকেল টিম ছাড়াও যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন।

বিদেশযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত না আসায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। নতুন সময়সূচি কবে নির্ধারণ হবে তাও জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, নেই বাংলাদেশের নাম
রিসোর্টে নারীসঙ্গ কাটিয়ে ঢাকা এসে হাদিকে গুলি করা হয়
বিজয়ের প্রভাতে স্মৃতিসৌধে মানুষের ঢল
চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন