বিজয়ের প্রত্যাশা মানুষের হাতে
খালেদা জিয়ার ভালোবাসাই বিএনপির শক্তি: মির্জা ফখরুল
দেশের মানুষ শেষ পর্যন্ত দেশের পক্ষের শক্তি বিএনপিকেই বিজয়ী করবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানুষের আবেগ, ভালোবাসা ও প্রত্যাশাই এখন বিএনপির প্রধান শক্তিতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মির্জা ফখরুল বলেন, দেশ, মাটি ও মানুষের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গভীর ভালোবাসাই দেশের মানুষকে নাড়া দিয়েছে। দেশের এক সংকটময় মুহূর্তে তার চলে যাওয়া সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।
তিনি বলেন, ম্যাডামের চলে যাওয়ার পর মানুষের মধ্যে যে ভালোবাসা ও আবেগ তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে। এ আবেগই ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে দলের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
ছারছীনা দরবার শরিফের পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী দর্শন দিয়ে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা ধারণ ও বিস্তৃত করেছিলেন। সে ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জাতীয়তাবাদের সে পতাকা হাতে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন—এটাই আজ মানুষের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার ফিরে পেতে চায়। সে আকাঙ্ক্ষা পূরণে বিএনপিই সবচেয়ে গ্রহণযোগ্য শক্তি হিসেবে মানুষের আস্থার কেন্দ্রে রয়েছে।
সবার দেশ/কেএম




























