আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা
কোরআন-সুন্নাহ বিরোধী আইন করা হবে না: মির্জা ফখরুল
বাংলাদেশে পবিত্র কোরআন ও সুন্নাহর বিধানের বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেয়া হবে না বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশ বর্তমানে এক সংকটময় সময় পার করছে উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপির অবস্থান
মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী প্রচার করছে যে বিএনপি কোরআন ও সুন্নাহর আইন চায় না, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি গর্বের সাথে নিজের মুসলিম পরিচয় তুলে ধরে বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং দেশের ৯০ শতাংশ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি রক্ষায় বিএনপিই সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে তৃতীয় কোনো পক্ষ এর সুযোগ নিতে পারে, যা দেশের জন্য অন্ধকার ডেকে আনবে বলে তিনি সতর্ক করেন।
ক্ষমতায় এলে আলেমদের জন্য বিশেষ পরিকল্পনা
বিএনপি মহাসচিব আগামী দিনে ক্ষমতায় গেলে আলেম ও ধর্মীয় নেতাদের কল্যাণে বেশ কিছু উন্নয়নমূলক পদক্ষেপের ঘোষণা দেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
- দেশের খতিব, ইমাম ও মাওলানাদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা।
- ধর্মীয় প্রধানদের জন্য উৎসব ভাতার প্রবর্তন করা।
- ধর্মীয় নেতাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া।
- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের জন্যও মাসিক সম্মানীর ব্যবস্থা করা।
শহীদ জিয়ার অবদান ও সমসাময়িক রাজনীতি
আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন মির্জা ফখরুল। মক্কার আরাফাত ময়দানে রোপণ করা ‘জিয়া গাছ’কে ইসলামের প্রতি তার ভালোবাসার অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করেন তিনি। গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মানুষ জঙ্গি আতঙ্ক থেকে মুক্তি পেলেও আওয়ামী লীগের দুঃশাসনে চরম নিপীড়িত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং এ সংগ্রামে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন বলে তিনি দাবি করেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় মিথ্যা মামলায় কারাবন্দি রেখে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
পরিশেষে, নির্বাচনের মাধ্যমে দেশে টেকসই শান্তি ও ইনসাফ কায়েম করাই বিএনপির মূল লক্ষ্য বলে তিনি উপস্থিত আলেম সমাজকে আশ্বস্ত করেন।
সবার দেশ/কেএম




























