জাপাকে নির্বাচনে আনা মানেই আ.লীগের পুনর্বাসন: আখতার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) অংশগ্রহণের সুযোগ দেয়া হলে সেটি কার্যত আওয়ামী লীগকে পুনর্বাসনের শামিল হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে একটি সুপরিকল্পিত ‘এজেন্সির খেলা’ চলছে এবং আইনের ফাঁকফোকর ব্যবহার করে নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনী মাঠে রাখার চেষ্টা করছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। সে দলকে নির্বাচনে সুযোগ দেয়া মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তিকে নতুন করে বৈধতা দেয়ার পথ তৈরি করা। তিনি দাবি করেন, এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে।
জোট রাজনীতি প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের সম্পর্ক কোনও আদর্শিক জোট নয়, বরং এটি একটি নির্বাচনী সমঝোতা। নির্বাচনের বাস্তবতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে আসন ভাগাভাগি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আখতার হোসেন।
সম্ভাব্য সরকার গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ জোট যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন—সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত আলোচনা হয়নি।
দলের ভেতরের সংকট ও পদত্যাগ ইস্যুতে আখতার হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন তারা তাদের সহযোদ্ধা ছিলেন। তাদের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যেমন প্রভাব ফেলেছে, তেমনি ব্যক্তিগতভাবেও তাকে ও দলকে আহত করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক লড়াইয়ের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে অনেকেই আবার ঐক্যের পথে ফিরবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা নির্বাচনকে ঘিরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভবিষ্যৎ কৌশল নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন।
সবার দেশ/কেএম




























