পাকিস্তান যাওয়া নিশ্চিত হলো টাইগারদের

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের অবস্থান এখন সংযুক্ত আরব আমিরাতে। মূলত দুই ম্যাচের সিরিজ হলেও বিসিবির প্রস্তাবে রাজি হয়ে আরও একটি ম্যাচ বাড়তি খেলতে আগ্রহী দুইদল। তবে এরপরই পাকিস্তান সফরে যাওয়ার কথা লিটন দাশের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের।
তবে পাকিস্তান আর ভারতের মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সে সিরিজ নিয়ে ছিলো শঙ্কা। মনে হয়েছিলো হয়তো এমন পরিস্থিতিতে সিরিজও বাতিল করে দিতে পারে বাংলাদেশ। কিন্তু তা হয়নি বরং ম্যাচ সংখ্যা আরও পিছিয়ে গেলেও সিরিজ হচ্ছে এইটা এখন অনেকটা নিশ্চিত।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সাথে এক বৈঠক শেষে সিরিজের বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বলা হয় শুরুতে সিরিজটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে হওয়ার কথা থাকলেও এখন সেটা হবে তিন ম্যাচের আর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোর স্টেডিয়ামে।
ভেন্যূ চূড়ান্ত হলেও কবে থেকে সিরিজ শুরু, তা জানা যায়নি। তবে সামনে কোরবানির ঈদ থাকায় সিরিজটি এর আগেই শেষ হবে, এটা প্রায় নিশ্চিত।
এর ফলে তৃতীয়বারের মত বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিতে পরিবর্তন আসলো। প্রথমে ওয়ানডে সিরিজ থাকলেও গেল মাসে তা বাতিল করে টি-টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশের বোর্ড। তবে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সীমান্তে উত্তেজনার পর অনিশ্চয়তা তৈরি হয় সিরিজ নিয়েই।
সবার দেশ/কেএম