ফের মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা
ফের করোনায় আক্রান্ত নেইমার
আবারও বড় ধাক্কা খেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চোট-আঘাত পেছনে ফেলতে না ফেলতেই এবার আক্রান্ত হলেন কোভিড-১৯-এ। সান্তোস ক্লাব নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (৫ জুন) করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন নেইমার। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।
২০২৩ সালের গ্রীষ্মে সৌদি ক্লাব আল-হিলাল ছেড়ে বাল্যকালের ক্লাব সান্তোসে ফেরার পর থেকে ইনজুরি ও ফিটনেস সমস্যায় ভুগছেন নেইমার। এ কারণে সান্তোসের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। নিয়মিত মাঠে ফিরতে পারছিলেন না, এর মধ্যেই নতুন করে করোনা সংক্রমণে আবারও মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সান্তোস ক্লাবের পক্ষ থেকে দেয়া অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে নেইমারের মধ্যে ভাইরাল উপসর্গ দেখা দেয়। মেডিকেল বিভাগের পরামর্শে তার কোভিড-১৯ পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে নেইমার ক্লাবের কার্যক্রম থেকে দূরে থেকে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিশ্রামে রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারিতে ইনজুরির ধাক্কা সামলে সান্তোসে ফিরলেও এখনও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি নেইমার। তার অনুপস্থিতি সান্তোসের আক্রমণভাগেও বড় প্রভাব ফেলছে।
এ মুহূর্তে করোনামুক্ত না হওয়া পর্যন্ত ক্লাবের কোনো অনুশীলন বা ম্যাচে অংশ নিতে পারবেন না নেইমার। ফলে মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো এ ব্রাজিলিয়ান তারকার জন্য।
সবার দেশ/কেএম




























