Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ৬ জুলাই ২০২৫

টানটান লড়াই শেষে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

টানটান লড়াই শেষে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কলম্বোয় টানটান উত্তেজনার মধ্য দিয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।

শনিবার রাতে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ২৩২ রানে। দুর্দান্ত বোলিংয়ে তানভীর ইসলাম মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই তুলে নিয়েছেন ৫ উইকেট। বল হাতে শুরুতেই আঘাত করেন তানজিম হাসান সাকিব, এরপর স্পিন আক্রমণে লঙ্কান ব্যাটিংকে ভেঙে দেন তানভীর। শেষদিকে মোস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু লঙ্কানদের জয় থেকে ছিটকে দেয়।

শেষদিকে দুনিথ লিয়ানাগে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। তার ৭৮ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে ৪৮তম ওভারে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নিলে সহজ হয় বাংলাদেশের জয়।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশ ধুঁকতে ধুঁকতে ২৪৮ রান তুলতে সক্ষম হয়। ওপেনার পারভেজ ইমনের ৬৭ রানের ইনিংস, তাওহিদ হৃদয়ের লড়াকু হাফসেঞ্চুরি এবং শেষদিকে তানজিম সাকিবের ৩৩ রানের ঝড়ো ইনিংস দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়।

সিরিজে ১-১ সমতা ফিরিয়ে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসে ভরপুর। মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ, যা নির্ধারণ করবে কার হাতে উঠবে ট্রফি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন