Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫২, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ২৩:৫৫, ২৪ জুলাই ২০২৫

শেষ ম্যাচে বড় হার, সিরিজ জয়েই স্বান্তনা বাংলাদেশের

শেষ ম্যাচে বড় হার, সিরিজ জয়েই স্বান্তনা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে হেরে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ নিল বাংলাদেশ। তবে আগেই সিরিজ নিশ্চিত করায় হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে সফরকারীরা। তিন ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে বাংলাদেশের পক্ষে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৭ উইকেটে ১৭৮ রান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে ইনিংসের ভিত গড়ে দেন তিনি। সায়িম আইয়ুব করেন ১৫ বলে ২১ রান। শেষদিকে শাদাব খান ও ইফতিখার আহমেদের ঝড়ো ব্যাটিং দলকে সম্মানজনক স্কোর এনে দেয়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। তার শিকার ৩ উইকেট। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন তানজিদ তামিম। অধিনায়ক লিটন দাস করেন মাত্র ৮ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা।

মাত্র ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেহ মেহেদি, মিরাজ ও জাকের আলিও ব্যর্থ হন। শেষদিকে কিছুটা লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিন, তিনি ৩৪ বলে অপরাজিত ৩৫ রান করেন। কিন্তু অন্য প্রান্তে কেউ দাঁড়াতে না পারায় ১৬.৪ ওভারেই ১০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বোলিং-ব্যাটিং উভয় বিভাগেই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে টাইগারদের। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় স্বাগতিকরা সিরিজ জিতে মাঠ ছাড়ে সান্ত্বনা নিয়ে। সাইড বেঞ্চ পরীক্ষা করতে গিয়ে এ হার—তবে সামগ্রিকভাবে সিরিজটি ছিল বাংলাদেশের জন্য ইতিবাচক।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন