নেপাল থেকে নিরাপদে দেশে ফিরলো বাংলাদেশ দল
অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো বাংলাদেশ ফুটবল দল। নেপালের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তারা নিরাপদে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে জামাল ভূঁইয়া, তপু বর্মণসহ জাতীয় দলের খেলোয়াড়রা ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পৌঁছান। একই ফ্লাইটে ফিরেছেন নেপালে প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
ফ্লাইটটি দুপুরে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। তবে এ প্রত্যাবর্তন ছিলো না একেবারে স্বাভাবিক। গত ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছিলো বাংলাদেশ দল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচ আর মাঠে গড়ায়নি।
এর আগেই দেশজুড়ে শুরু হয় দুর্নীতিবিরোধী জেন-জিদের আন্দোলন। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় সরকার। বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয় এবং রাজধানী থেকে প্রাদেশিক শহর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত চাপে পড়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সহিংসতায় প্রাণ হারায় অন্তত ৩০ জন।
এমন পরিস্থিতিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়। ফলে সোমবার ফেরার কথা থাকলেও হোটেলেই বন্দি হয়ে পড়েন বাংলাদেশ দলের সদস্যরা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এবং বিমানবন্দর চালু হওয়ার পর আজ বিশেষ ফ্লাইটের মাধ্যমে তারা দেশে ফিরতে সক্ষম হন।
ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় সিরিজ অসম্পূর্ণ রয়ে গেলেও সবাই নিরাপদে ফিরতে পেরেছেন, এটিই এখন সবচেয়ে বড় স্বস্তি।
সবার দেশে/কেএম




























