দুই গোলে পিছিয়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন
ব্রাজিলকে হারিয়ে জাপানের ইতিহাস
টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে যেন ইতিহাসই লিখলো জাপান। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ফুটবল বিশ্বে রোমাঞ্চ জাগিয়েছে ‘ব্লু সামুরাই’রা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় কার্লো আনচেলত্তির দল। ১১ মিনিটে পাওলো হেনরিকের গোল ও ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নিখুঁত শটে ২-০ তে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মনে হচ্ছিলো, এটি হবে সেলেসাওদের আরেকটি সহজ জয়।

তবে বিরতির পর মাঠে নামে সম্পূর্ণ ভিন্ন এক জাপান। নিজেদের ঘরের মাঠে তারা শুধু ছন্দ ফিরে পায়নি, বরং এক ঝড় তুলে দেয় ব্রাজিলের ডিফেন্সে। ৫৬ মিনিটে তাকুমি মিনামিনো গোল করে ব্যবধান কমান। এরপর ৬৭ মিনিটে কেইতো নাকামুরা স্কোরলাইন সমান করেন।
খেলার ৭৫ মিনিটে আয়াশি উয়েদার মাথা থেকে আসে ম্যাচের নির্ণায়ক গোল—যে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ব্রাজিলের ডাগআউট। শেষ সময়ের মরিয়া চেষ্টায়ও আর গোল শোধ করতে পারেনি আনচেলত্তির শিষ্যরা।

এ জয় শুধু এক প্রীতি ম্যাচের জয় নয়, এটি জাপানের ফুটবল ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। কারণ, এ প্রথমবারের মতো তারা ব্রাজিলকে হারানোর কীর্তি গড়লো। ম্যাচ শেষে উল্লাসে ভেসে যায় টোকিওর আজিনোমোতো স্টেডিয়াম, আর জাপানের ফুটবল ইতিহাসে যোগ হয় নতুন এক গৌরবের পাতা।
সবার দেশ/কেএম




























