হামজা–শমিত উন্মাদনায় বাফুফের আয় ছাড়ালো ৪ কোটি
বাংলাদেশ ফুটবলে নবজাগরণের হাওয়া বইছে। ৯০ দশকের পর এমন উন্মাদনা আর দেখা যায়নি। আর এ নতুন ঢেউয়ের কেন্দ্রবিন্দু ইংলিশ-বাংলাদেশি তারকা হামজা চৌধুরী ও শমিত শোমরন। তাদের উপস্থিতি শুধু মাঠে উত্তেজনা বাড়ায়নি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়ের গ্রাফেও দিয়েছে বিশাল উল্লম্ফন।
বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বাফুফে নির্বাহী কমিটির সভা শেষে সংগঠনটির মিডিয়া বিভাগের প্রধান আমিরুল ইসলাম বাবু জানালেন—স্পনসর, টিকিট বিক্রি ও অন্যান্য উৎস মিলিয়ে তিন ম্যাচ থেকে মোট ৪ কোটি টাকার বেশি আয় করেছে বাফুফে।
তিনি জানান,
- বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচে আয় হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা,
- বাংলাদেশ–হংকং ম্যাচে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা,
- আর বাংলাদেশ–ভারত ম্যাচে আয় দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।
সব মিলিয়ে তিন ম্যাচে মোট আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।
আমিরুল ইসলাম বাবু বলেন, খরচের হিসাব এখনও প্রস্তুত হচ্ছে। ব্যয়সংক্রান্ত বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
এদিকে বাফুফেকে জাতীয় ক্রীড়া পরিষদ যেসব ৮টি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে, সেগুলোর মধ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে চায় বাফুফে। এ জন্য ফিফার সহায়তা চাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আমিরুল বলেন, সিলেট স্টেডিয়ামকে দ্রুত প্রস্তুত করতে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।
হামজা–শমিতদের আগমনের পর যে নতুন ফুটবল উন্মাদনা তৈরি হয়েছে, এ আয়ের হিসাব সেটিরই স্পষ্ট প্রমাণ।
সবার দেশ/কেএম




























