প্রশংসায় ভাসলেন পাকিস্তানি কিংবদন্তি
রেকর্ড ভাঙলেও ওয়াসিমকেই শ্রেষ্ঠ মানছেন স্টার্ক
ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অজি পেসার মিচেল স্টার্ক নজরকাড়া বল হাতে পারফরম্যান্স দেখান। ৬ উইকেট নিয়ে তিনি পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের টেস্ট রেকর্ড ভেঙে ৪১৮ উইকেট নিয়ে বাঁহাতি পেসারদের মধ্যে শীর্ষে পৌঁছান।
তবে নিজের এ রেকর্ডব্রেকিং সাফল্যের পরও স্টার্ক নিজেকে সেরা বাঁহাতি পেসার মনে করছেন না। তিনি বলেছেন,
না, আমি নিজেকে গ্রেটেস্ট অব অল টাইম বলবো না। পরে এসব নিয়ে ভাববো। ওয়াসিম এখনও আমার চেয়ে অনেক ভালো বোলার। তার পাশে আমার নাম উচ্চারিত হচ্ছে, এটা ভালো, তবে আমি শুধু চেষ্টা করে যাবো।
অন্যদিকে ওয়াসিম আকরামও রেকর্ড হারিয়ে অখুশি নন, বরং স্টার্ককে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসিয়েছেন। তিনি লিখেছেন,
সুপার স্টার্ক! তোমার জন্য গর্ব হচ্ছে। দারুণ পরিশ্রম তোমাকে আলাদা করেছে। আমার উইকেটসংখ্যা তুমি ছাড়িয়ে যাবে, এটা সময়ের ব্যাপারই ছিলো। আমি আনন্দের সঙ্গে এ রেকর্ড তোমাকে তুলে দিলাম। আরও ভালো করো, ক্যারিয়ারে নতুন নতুন পালক যোগ করো।
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ওয়াসিম আকরামের ৯১৬ উইকেট (৪৬০ ম্যাচে, ৫৩২ ইনিংসে) এখনো স্টার্কের জন্য সহজে ছোঁয়া সম্ভব নয়। ৩৫ বছর বয়সী স্টার্ক ২৯৭ ম্যাচে ৩৯০ ইনিংসে ৭৪৪ উইকেট শিকার করেছেন, অর্থাৎ আকরামকে পেছনে ফেলার জন্য তার প্রয়োজন আরও ১৭৩ উইকেট।
স্টার্কের নীরব ভক্তির সঙ্গে ওয়াসিমের উদার প্রশংসা—ক্রিকেটপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণামূলক গল্প।
সবার দেশ/কেএম




























