বাবরের রেকর্ড ভাঙা ইনিংসে সিরিজ জিতলো পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা। শনিবার (১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই ছড়ি ঘুরিয়েছে পাকিস্তান দল।
প্রোটিয়াদের ১৩৯ রানে বেঁধে দেয়ার পর এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। ব্যাট হাতে ৪৭ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক বাবর আজম। অসাধারণ এ ইনিংসের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারানোর পর দলীয় ৩৮ রানে ৪ উইকেট, ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। শেষ দিকে কর্বিন বশের ২৩ বলে অপরাজিত ৩০ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংসে ভর করে দলটি ১৩৯ রানের পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়।
পাকিস্তানের পক্ষে বোলাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং শাদাব খান মিলে গুঁড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার।
রান তাড়ায় পাকিস্তানও শুরুতে কিছুটা চাপে পড়ে। দলীয় ৪৪ রানে শাহিবজাদা ফারহান ফিরে গেলে হাল ধরেন বাবর আজম ও সালমান আলি আগা। এ জুটি গড়ে তোলে ৭৬ রানের দারুণ পার্টনারশিপ, যা জয় নিশ্চিত করে দেয় স্বাগতিকদের হাতে।
৩৯ রান থেকে ওটনিয়েল বার্টম্যানকে টানা তিনটি চার মেরে ফিফটি পূর্ণ করেন বাবর আজম। এ ইনিংসের মাধ্যমেই ভাঙেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস—কোহলির ৩৯ ফিফটিকে টপকে গেলেন তিনি।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের রোহিত শর্মার রেকর্ডও ভেঙেছিলেন বাবর, যখন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নাম লেখান ইতিহাসে।
বাবরের ধারাবাহিকতা ও পাকিস্তানের বোলিং ইউনিটের শক্তি মিলিয়ে সিরিজ জয় তাই ছিলো সময়ের অপেক্ষা মাত্র। এ জয় পাকিস্তান দলের আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক সিরিজগুলোর জন্যও বড় প্রেরণা হয়ে থাকবে।
সবার দেশ/কেএম




























