Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৫, ১৮ অক্টোবর ২০২৫

ওয়ানডেতে বাংলাদেশের বড় জয়

রিশাদের রেকর্ড বোলিংয়ে বড় জয় বাংলাদেশের

রিশাদের রেকর্ড বোলিংয়ে বড় জয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

ওয়ানডেতে যেন জয় ভুলেই গিয়েছিলো বাংলাদেশ দল। টানা চার হারের পর অবশেষে সে দুঃস্বপ্নের অবসান ঘটলো আজ মিরপুরে। রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ।

২০৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং তুলে ফেলেছিলেন ৫১ রান। সেখান থেকেই ম্যাচটা যেনো বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছিলো। কিন্তু হঠাৎই দৃশ্যপট বদলে দিলেন ২৩ বছর বয়সী লেগস্পিনার রিশাদ হোসেন।

মিরপুরের টার্নিং উইকেটে রিশাদের লেগস্পিনে যেন মায়াজাল ছড়িয়ে পড়লো। একে একে উইকেট হারাতে থাকলো ক্যারিবিয়ান ব্যাটাররা। ১ উইকেটে ৭৯ রান থেকে দলটা মুহূর্তেই গড়িয়ে পড়ে ৯২ রানে ৫ উইকেটে। রিশাদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ১৩৩ রানে অলআউট হয়।

রিশাদ একাই গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ— ৩৫ রানে নেন ৬ উইকেট। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট, তাও আবার রেকর্ডবইয়ে নিজের নাম তুলে। বাংলাদেশের ইতিহাসে প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০০৬ সালে রাজিন সালেহ জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন।

আরও এক কীর্তি ছুঁয়েছেন রিশাদ— বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নেয়ার গৌরব তার দখলে। তার আগে এ অর্জন ছিলো কেবল তিন পেসারের: মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানের।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০৭ রানে অলআউট হয়। তাওহিদ হৃদয় ৫১ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। অভিষেকে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ দিকে ২০০ স্ট্রাইক রেটে ২৬ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিশাদ নিজেও।

রিশাদের ব্যাট-বল জোড়া নৈপুণ্যে তাই বহুদিন পর ওয়ানডেতে হাসল টাইগারদের মুখ। মাঠে সতীর্থদের সঙ্গে তার উচ্ছ্বাস যেন বলছিলো— ‘অবশেষে জয়ের স্বাদ ফিরে পেলো বাংলাদেশ।’

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ