দ্য ডিসেন্টের অনুসন্ধানে নতুন তথ্য
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের জামিন পাওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট।
দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ। ওই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তবে গ্রেফতারের কয়েক মাসের মধ্যেই তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান।
অনুসন্ধান অনুযায়ী, ফয়সাল করিমের পক্ষে অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান জামিন আবেদন করেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। এসব তথ্যের পক্ষে জামিনসংক্রান্ত দুটি নথি প্রকাশ করেছে দ্য ডিসেন্ট। শনিবার (১৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ওই ডকুমেন্ট যুক্ত করে বিষয়টি তুলে ধরা হয়।

দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী, জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই চলতি বছরের ১২ আগস্ট পুনরায় জামিনের সময়সীমা বৃদ্ধির আবেদন করা হয়। সে আবেদনের পর বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করেন।
আদালতের নথি বিশ্লেষণ করে দেখা যায়, ১৬ ফেব্রুয়ারির জামিন আদেশের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা দ্রুততার সঙ্গে ১৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। হাইকোর্টের দেওয়া উভয় আদেশের কপি ওয়েবসাইটে পাওয়া গেছে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট।
এর আগে দ্য ডিসেন্ট দাবি করেছিল, শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি হামলার কয়েক দিন আগে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর সেখানে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনতে দেখা যায় তাকে।
ডিজিটাল অনুসন্ধানী এই মাধ্যমটি জানিয়েছে, ইনকিলাব কালচারাল সেন্টারের ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগ্রহ করা ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামের অ্যাকাউন্টসহ আওয়ামীপন্থি বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে থাকা ৫০টিরও বেশি ছবি তুলনামূলকভাবে যাচাই করা হয়েছে।

এ বিশ্লেষণে দেখা গেছে, হাদির ওপর মোটরসাইকেলের পেছন থেকে গুলি করা ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারার মিল রয়েছে। পুরোনো সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ফয়সাল করিম রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হিসেবে দ্য ডিসেন্ট জানায়, গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা একটি বিশেষ ডিজাইনের ঘড়ির সঙ্গে একই ধরনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদমাধ্যমে ফয়সাল করিমের ছবি প্রকাশিত হয়। তখন রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় ডাকাতির মামলার প্রধান আসামি হিসেবে তাকে র্যাব গ্রেফতার করেছিলো। তবে সে মামলায় তিনি কীভাবে জামিনে মুক্তি পান, তা নিয়ে এতদিন স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
দ্য ডিসেন্টের এ অনুসন্ধান হাদির ওপর হামলার পেছনের নেটওয়ার্ক, বিচারিক প্রক্রিয়া ও রাজনৈতিক সংযোগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সবার দেশ/কেএম




























