ঢাকা-৮ এ গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি—তদন্তে নতুন চমক
সিসিটিভি বিশ্লেষণে মিললো হাদিকে হামলাকারীর সন্ধান
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সাংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। জুমার নামাজের পর শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুই দুষ্কৃতকারী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।
ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা গেছে—বাইকে করে গুলি করা দুই হামলাকারীর চেহারা, পোশাক ও শারীরিক গঠনের সঙ্গে আজ দুপুরে হাদির জনসংযোগে অংশ নেয়া দুই ব্যক্তির চেহারার মিল রয়েছে।
অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের বিশ্লেষণে জানায়, পুলিশের সরবরাহ করা সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ দলের তোলা ছবি তুলনা করে দেখা গেছে—যে দুই ব্যক্তি মতিঝিলের ওয়াপদা মাদ্রাসা এলাকায় দুপুরে জনসংযোগে উপস্থিত ছিলেন, তারাই পরে বাইকে উঠে হামলা চালান।
তথ্য অনুযায়ী,
- প্রথম হামলাকারী: কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি প্যান্ট।
- দ্বিতীয় হামলাকারী: কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা ও চামড়া রঙের জুতা।
জনসংযোগের ছবিতে তাদের মুখে মাস্ক থাকলেও পোশাকের মিল investigators দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা পড়েছে। এ কারণে তদন্তকারী সংস্থা হাদির দিনের জনসংযোগের আরও ভিডিও ও ছবি সংগ্রহ করছে।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ২টি খোসা উদ্ধার করেছে, যা সিআইডি পরীক্ষার জন্য জব্দ করেছে। খোসা বিশ্লেষণে ব্যবহৃত অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
হাদির সঙ্গে থাকা তার সহযোগী মিসবাহ বলেন,
জুমার নামাজ শেষে রিকশায় উঠতেই দুইজন বাইকে এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। সেখান থেকেই তাকে হাসপাতালে নিয়ে যাই।
এর আগে ১৪ নভেম্বর হাদি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, তাকে ও তার পরিবারকে বিদেশি নম্বর থেকে নিয়মিত হত্যা ও সহিংসতার হুমকি দেয়া হচ্ছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সবার দেশ/কেএম




























