Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৪ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণার পর বাড়তি সতর্কতা

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, ইসি সচিব এবং মাঠপর্যায়ের রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব দফতরের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখা থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

ডিএমপি কমিশনারকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। চিঠিতে বলা হয়, সিইসির জন্য ইতোমধ্যে গাড়িসহ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে নির্বাচনকালীন সময় বিবেচনায় তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন, অফিসে যাতায়াত এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্যও গাড়িসহ পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো পৃথক চিঠিতে সারা দেশে মাঠপর্যায়ের নির্বাচন কমিশনের কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ পরিস্থিতিতে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কার্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, সরঞ্জাম ও অবকাঠামো রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার