আল্টিমেটাম দিলো ইনকিলাব মঞ্চ
হাদি হত্যার বিচারে ৩ দফা ও ‘শহীদী শপথ’ কর্মসূচি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবার অন্তর্বর্তী সরকারকে কঠোর আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিন দফা দাবি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার বিকেল ৩টায় শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিএসসি ঘুরে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জাবের এ নতুন দাবিগুলো তুলে ধরেন।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি:
- দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল: ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করতে হবে।
- গোয়েন্দা সংস্থায় শুদ্ধি অভিযান: সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা বিগত সরকারের ‘দোসরদের’ চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।
- উপদেষ্টাদের পদত্যাগ: হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, একজন অতিরিক্ত আইজিপিকে দিয়ে দায়সারা সংবাদ সম্মেলন করিয়ে এ জাতীয় গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টাদের গণমাধ্যমের সামনে এসে গৃহীত পদক্ষেপগুলো স্পষ্ট করতে হবে।
নতুন কর্মসূচি: ‘শহীদী শপথ’
দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের ‘শহীদ হাদি চত্বরে’ সর্বস্তরের জনগণকে নিয়ে ‘শহীদী শপথ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিচার না হওয়া পর্যন্ত এবং খুনিদের প্রকাশ্যে হাজির না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।
সবার দেশ/কেএম




























