ওসমান হাদি চত্তরে উত্তাল শোকসভায় ইনকিলাব মঞ্চের ঘোষণা
হাদির খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ওসমান হাদি চত্তর। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে খুনিদের গ্রেফতারে সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদি চত্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম ও দাবি
বিকেল সাড়ে ৩টায় জাতীয় কবির পাশে হাদিকে দাফন করার পর সাধারণ ছাত্র-জনতা ওসমান হাদি চত্তরে জড়ো হতে শুরু করে। সেখানে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী। ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবিগুলো হলো:
- ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার: আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং সরাসরি অংশ নেয়া খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
- গোয়েন্দা সংস্থায় শুদ্ধি অভিযান: সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা বিগত সরকারের দোসরদের চিহ্নিত করে অতিদ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
- সরকারের জবাবদিহি: গত ১২ ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তদন্তের অগ্রগতি কী, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সহকারী খোদাবক্স চৌধুরীকে জনসম্মুখে এসে জবাবদিহি করতে হবে।
আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় বা সংশ্লিষ্টরা জবাবদিহি করতে ব্যর্থ হন, তবে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
ওসমান হাদি চত্তরে নজিরবিহীন নিরাপত্তা
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো ওসমান হাদি চত্তর ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছিলো। প্রস্তুত রাখা হয়েছিলো জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)। নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড অভিমুখী সড়কটি ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়।
ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি
দাফন ও শোকের আবহে বর্তমানে শাহবাগ ত্যাগ করলেও আগামীকাল রোববার বিকেল সাড়ে ৫টায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। জাবের তার বক্তব্যে জনগণকে শান্ত থাকার এবং কোনও ধরনের ভাঙচুর বা নাশকতায় না জড়ানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, হাদির লড়াই ছিলো ইনসাফ ও সার্বভৌমত্ব রক্ষার, যা কোনও বিশৃঙ্খলার মাধ্যমে নষ্ট হতে দেয়া যাবে না।
শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং গতকালই জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























